চীনের ভয়ংকর Xian JH-7 বোম্বারু যুদ্ধ বিমান
যুদ্ধের মাঠে বোম্বার খুবই কার্যকরী একটি বিমান৷ বড় বড় হামলার জন্য হেভি বোম্বার বা স্ট্রাটেজিক বোম্বার ব্যবহার করা হয়৷ তবে যুদ্ধ চলার সময় বা যুদ্ধের পূর্বে এগিয়ে থাকতে ছোট বা মাঝারি হামলার জন্য গতানুগতিক বোম্বারের দরকার হয়৷ চীনের ভয়ংকর Xian JH-7 বোম্বার যুদ্ধ বিমান। ভারতের দুঃখ চীনের Xian JH-7 বোম্বার যুদ্ধ বিমান। টেক দুনিয়া
Xian JH-7 হলো চীনের তৈরি এমনি একটি কনভেনশনাল বোম্বার৷ এটা ডাবল সিট ও ডাবল ইঞ্জিনের বোম্বার এয়ারক্রাফট। বোম্বারের পাশাপাশি বিমানটি ফাইটার হিসেবেও রোল প্লে করতে পারে৷ অর্থাৎ এটার অফেনসিভ এবং ডিফেনসিভ দুই ধরনের ক্ষমতাই রয়েছে৷ ন্যাটো এর নাম দিয়েছে “ফ্লৌনডার”। এই Xian JH 7 ফাইটার বোম্বার বিমানটি নির্মাণ করেছে চীনের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান জিয়ান এয়ারক্রাফট ইন্ড্রাস্ট্রি কর্পোরেশন। বিমানটি প্রথম আকাশে উড়ে ১৯৮৮ সালে ১৪ই ডিসেম্বর। ৪ বছর ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে ১৯৯২ সালে বিমানটি চীনের বিমানবাহিনীতে অপারেশনাল সার্ভিসে আসে। বর্তমানে চীনা বিমান বাহিনী এবং চীনা নৌবাহিনীতে বিপুল সংখ্যক জেএইচ-৭ বিমান রয়েছে। বিমান বাহিনীতে আছে মোট ১২০টি বিমান৷ একইভাবে নৌবাহিনীতেও রয়েছে আরও ১২০টি বিমান৷
আসুন জেনে নেই বিমানটির আকার আকৃতি নিয়ে বিস্তারিত৷
বিমামটির দৈর্ঘ্য ২২.৩২ মিটার
আর প্রস্থ ১২.৮ মিটার
উচ্চতা এটা ৬.২২ মিটার
খালি অবস্থায় এর ওজন দাড়ায় ১৪,৫০০ কেজি৷
আর লোডেড অবস্থায় সেই ওজন গিয়ে দাড়ায় ২৮,৪৭৫ কেজি।
এবার আসি বিমানটির গতির ব্যপারে৷
এটির সর্বোচ্চ গতি Mach 1.52 বা ঘন্টায় ১৮০৮ কিলোমিটার৷ এর কমব্যাট রেঞ্জ ১৭৬০ কিলোমিটার৷
আর ফেরি রেঞ্জ ৩,৭০০ কিলোমিটার।
কি কি অস্ত্র আছে বিমানটিতে?
জেএইচ-৭ এর অস্ত্র হিসেবে রয়েছে রয়েছে ১টি টুইন ব্যারেল জিএসএইচ-23 অটোক্যানন৷ এই ক্যাননটি মোট ৩০০ রাউন্ড ফায়ার করতে পারে৷ এর ৯টি হার্ডপয়েন্ট রয়েছে। এই ৯টি হার্ডপয়েন্টে বিমানটি ৯,০০০ কেজি পর্যন্ত মিসাইল ও বোমা বহন করতে পারে। techduniyabd
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এয়ার টু এয়ার মিসাইল হিসেবে রয়েছে পিএল-৫, পিএল-৮, পিএল-৯ মিসাইল৷
এন্টিশিপ মিসাইল হিসেবে আছে ওয়াই-৮ মিসাইল৷
ভুমিতে গ্রাউন্ড এ্যাটাকের জন্য আছে সি-৭০৫ ও সি-৭০৪ মিসাইল৷ এছাড়াও বিমানটি বিভিন্ন ধরনের গাইডেড ও আনগাইডেড বোম্ব, এন্টি
রেডিয়েশন মিসাইল এবং রকেট পড বহন করতে পারে।
জেএইচ-৭ এ এভিওনিক্স সিস্টেম হিসেবে রয়েছে ১টি জেএল-১০এ উচ্চক্ষমতা সম্পন্ন এয়ারবর্ন রাডার৷ এর মাধ্যমে পাইলট যুদ্ধক্ষেত্রের সব ডাটার আপডেট নিয়মিত পায়। বর্তমানে ২৪০টি জেএইচ-৭ সার্ভিসে রয়েছে৷ এছাড়াও এটির প্রোডাকশনও চালু রয়েছে। ফলে যামনের দিনে আরও এধরনের বিমান সার্ভিসে আসবে৷