ইউক্রেনদেশ পরিচিতিসামরিকশক্তি

ইউক্রেনের সামরিক শক্তি।ইউক্রেন দেশ পরিচিতি

রাশিয়ার পর ইউক্রেনই হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সবথেকে সামরিক এবং অর্থনৈতিক শক্তিধর দেশ৷ টেক দুনিয়া বিশ্ববাজারেও তারা প্রচুর যুদ্ধাস্ত্র রাপ্তানি করে৷ এমনকি ২০১৪ সাল পর্যন্ত রাশিয়ার কাছেও ইউক্রেন বছরে কয়েকশ হেলিকপ্টার ও বিমানের ইঞ্জিন বিক্রি করতো ৷ বিশ্বের সব চাইতে বড় বিমান এন্টিনোভ An 225 Mriya এই ইউক্রেনের তৈরী এবং বর্তমান মালিকানাধীন৷ সোভিয়েত ইউনিয়ন পতনের সময় পারমানবিক অস্ত্রসহ ইউক্রেনের ভাগে প্রায় ৮ লাখ সৈন্য, সাড়ে ৬ হাজার ট্যাংক, দেড় হাজার যুদ্ধ বিমান এবং সাড়ে তিনশোর উপরে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন পায়৷ ফলে জন্মের সাথে সাথে ইউক্রেন ইউরোপের সবথেকে শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়৷ কিন্তু ইউক্রেনের বর্তমান সামরিক শক্তি কতটুকু? সে তথ্যই জানবো আজকের এই ভিডিওটিতে৷ তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে জানা যায রাশিয়ার ছোট ভাই ইউক্রেনের সামরিকশক্তি কতটুকু৷

সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইউক্রেনের ভাগে যে বিপুল পরিমান অস্ত্র পরে যায় সেগুলো অপারেট করা এবং রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা ইউক্রেনের ছিল না৷ যার কারনে তারা সব পারমানবিক অস্ত্র ধ্বংস করে এবং কারখানাগুলো বন্ধ করে৷ এছাড়াও অসংখ্য দামী আর লোভনীয় যুদ্ধ বিমান ধ্বংস করে৷ তবে চীনের প্রথম বিমান বাহি যুদ্ধ জাহাজ লিয়াওনিং, পাকিস্তানের কয়েক ডজন T 80 ট্যাংক এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এন্টিনভ বিমান বিক্রি করে ইউক্রেন৷


বর্তমানে ইউক্রেনের সামরিক বাজেট ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৪৬ হাজার কোটি টাকা৷ সক্রিয় সৈন্য আছে ২৫৫০০০ এবং রিজার্ভে আছে আরও ১০ লাখ৷
ইউক্রেনের অধিকাংশ অস্ত্রই সোভিয়েত আমলের৷

ইউক্রেনের সেনাবাহিনীর হাতে আছে দুই হাজারের উপরে মেইন ব্যাটল ট্যাংক৷ যার কারনে ইউক্রেন ইউরোপ এবং পৃথিবীর অন্যতম বৃহৎ ট্যাংক বহরের মালিক৷ এদের মধ্যে অধিকাংশই সোভিয়েত আমলের T 80 যেগুলোকে পরবর্তিতে ইউক্রেন আরও উন্নত করেছে৷ তবে ইউক্রেনের সবথেকে শক্তিশালী ট্যাংক হচ্ছে সোভিয়েত আমলের T 84 সেগুলোকে ইউক্রেন পরবর্তিতে Oplot ভার্সনে উন্নত করেছে৷ বাদ বাকি ট্যাংকগুলো T 72 এবং T 64.
ট্যাংক ছাড়া অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে দশ হাজারের উপরে৷ আর্টিলারি এবং রকেট প্রোজেক্টর্স আছে তিন হাজারেরও বেশি৷

এখনও ইউক্রেনের বিমান বাহিনীর হাতে তিনশোর মতো যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার আছে৷ ইউক্রেনের কাছে বর্তমানে ২১টি মিগ 29 বিমান আছে৷ রাশিয়ার সাথে যুদ্ধের সময় ৩৯টি মিগ 29 বিমান রাশিয়া আটক করে ছিনিয়ে নেয়৷ এছাড়াও লংরেঞ্জ যুদ্ধের জন্য ৩৩টি সুখোই Su 27 বিমান আছে ইউক্রেনের দখলে৷ বাদ বাকি ফাইটার এবং এ্যাটাক বিমান হিসেবে সুখোই su 24 এবং su 25 বিমান রয়েছে৷

এ্যাটাক হেলিকপ্টার হিসেবে ভয়ংকর Mi 24 আছে ১৩৩টি! রাশিয়ার পর একমাত্র ইউক্রেনের হাতেই এতো বিপুল পরিমানে Mi 24 হেলিকপ্টার রয়েছে৷ তবে ধারনা করা হয় মাত্র ১৫টি Mi 24 হেলিকপ্টার এখন যুদ্ধ করার অবস্থায় রয়েছে যার ছয়টি রাশিয়ার সাথে যুদ্ধে ধ্বংস হয়৷

ইউক্রেন তুরস্কের কাছে ১২টি এ্যাটাক ড্রোন কিনেছে৷ ইউক্রেনের নৌবাহিনীর একমাত্র যুদ্ধ জাহাজ হচ্ছে ক্রিভাক থ্রি ক্লাস ফ্রিগেইট হিটম্যান৷ সাথে ১২টি ছোট ছোট টলহ যান রয়েছে৷ ইউক্রেনের নৌবাহিনীর এই নাজুক অবস্থা হয়েছে রাশিয়ার সাথে যুদ্ধে৷ ইউক্রেনের নৌবাহিনীর হেডকোয়ার্টার ছিল ক্রিমিয়াতে৷ রাশিয়া ক্রিমিয়া দখল করার সময় ইউক্রেনের জাহাজগুলোও ছিনিয়ে নেয়৷ ফলে ইউক্রেন নৌবাহিনী নাম মাত্র নৌবাহিনীতে পরিণত হয়েছে৷ তবে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জাহাজগুলো তাদের হাতে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন৷

জন্মের সাথে সাথে সব থেকে ভারী আর দামী অস্ত্রের মালিক হওয়া দেশ ইউক্রেন৷ সবথেকে বেশি অস্ত্র ধ্বংসকারী দেশও তারা৷ এমনকি সবথেকে বেশি পারমানবিক বোমা নষ্টের রেকর্ডটাও ইউক্রেনের দখলে৷ আসলে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইউক্রেন বিপুল পরিমান অস্ত্রের মালিক হলেও তারা আসলে শান্তিপ্রিয় জাতি৷ ইউরোপের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা সেরকম যুদ্ধবিগ্রহের জড়াতো না৷ অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী দেন, ভবিষ্যতে ইউক্রেন হয়তো আবারও রাশিয়ার সাথে যুক্ত হবে৷

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close