আমেরিকার ভয় ভীতি আর অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, চীনের পর এবার রাশিয়া সাথেও দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে ইরান৷ ধারনা করা হচ্ছে, এই চুক্তিতে সামরিক, বাণিজ্যিক এবং নিরাপত্তার ইস্যূগুলো প্রাধান্য পাবে৷ সেই সাথে পারমানবিক স্থাপনা নির্মান এবং প্রযুক্তিগত তথ্য আদানপ্রদানও বাড়বে দুই দেশে৷ নিশ্চিত ভাবেই এই চুক্তি আমেরিকা ইসরায়েসহ পশ্চিমা মিত্রদের চাপে ফেলবে৷ ইতোমধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরোভ বলেছেন, ইরানের উপর চাপিয়ে দেওয়া পশ্চিমা অবরোধের কোন বৈধতা নেই৷ tech duniya রাশিয়ার সাথে ইরানের নতুন চুক্তি আমেরিকা ইজরাইল চিন্তিত। ইরানের পারমানবিক স্বপ্ন পূরণ হতে যাচ্ছে । টেক দুনিয়া
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইরান মুলত রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে। এ ব্যপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভাদ জারিফ বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরান দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে। এ নিয়ে দুই দেশ বেশ কিছু সমঝোতায় পৌঁছেছে। জাভাদ জারিফ বর্তমান বিশ্বের অন্যতম সফল কূটনৈতিক এবং পররাষ্ট্রমন্ত্রী৷ তার নেতৃত্বে ইরাকসহ বিভিন্ন আরব দেশগুলোর সাথে ইরানের সুসম্পর্ক তৈরী হয়েছে৷ সম্প্রতি তার প্রচেষ্ঠাতেই চীন আর ইরানের মধ্যে ২৫ বছর মেয়াদী ৪০০ বিলিয়ন ডলারের মোটাংক বিনিয়োগের চুক্তি হয়েছে৷ এমনকি চীন ইরানের নিরাপত্তায় সৈন্য পাঠাতেও প্রস্তুতি নিয়েছে৷ এবার একইভাবে রাশিয়ার সাথেও চুক্তি করতে যাচ্ছে ইরান৷
ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর জারিফ সাংবাদিকদের জানান, রাশিয়ার রাজধানী মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। মস্কো সফরের সময় তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন৷ পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘন্টা ধরে ফোনে আলোচনা করেন। করোনাভাইরাসের মহামারির কারণে পুতিনের সঙ্গে জাভাদ জারিফের সরাসরি বৈঠক হয় নি।techduniyabd
রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন জাভাদ জারিফ। তিনি বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধরে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।
দুই দশক আগে ইরান ও রাশিয়ার মধ্যকার ১০ বছর মেয়াদী চুক্তির কথা উল্লেখ করে জাভাদ জারিফ জানান, “এরইমধ্যে ওই চুক্তি পাঁচ বছর করে দুই দফা বাড়ানো হয়েছে৷ আগামী আট মাসের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি কোনো পক্ষ আপত্তি না করে তাহলে ওই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বেড়ে যাবে৷ তবে আমরা আরও দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। সেই চুক্তি অনুমোদনের জন্য ইরানের জাতীয় সংসদে পাঠানো হবে।”
জাভাদ জারিফ রাশিয়া সফর কালে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন।
এদিকে এই আলোচনার পর জাফরিকে সাথে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরোভ বলেন, ইরানের উপরে থাকা অস্ত্র বিরোতি চুক্তির কোন বৈধতা নেই৷ এছাড়াও ইরানের উপরে চলমান বাণিজ্যিক অবরোধেরও কঠোর সমালোচনা করেন তিনি৷
বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে রাশিয়া ইরানের কাছে অস্ত্র প্রদানের ইঙ্গিত দিচ্ছে৷ tech duniya bangla বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের শক্ত অবস্থানের সাথে চীন এবং রাশিয়ারও এভাবে চুক্তিবদ্ধভাবে যুক্ত হওয়ার আমেরিকা আর তার মিত্রদের দুুশ্চিন্তায় ফেলে দিচ্ছে৷ এছাড়াও ভবিষ্যতে চীন এবং রাশিয়া ইরানে সামরিকঘাটি স্থাপন করলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যাওয়ার পাশাপশি তাদের সৈন্যরাও আতংকে থাকবে৷
প্রিয় দর্শক, ইরানের সাথে চীন এবং রাশিয়ার এধরনের দীর্ঘমেয়াদী চুক্তিকে আপনি কিভাবে দেখছেন?