আর্মেনিয়াদেশ পরিচিতিসাবমেরিনসামরিকশক্তি

আর্মেনিয়ার সামরিকশক্তি কতটা। আর্মেনিয়া দেশ পরিচিতি

ইউরেশিয়ার ছোট্ট একটি শহরের নাম বাংলাদেশ৷ আর এই বাংলাদেশ শহরটি অবস্থিত আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে৷ মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়া আমাদের কাছে খুব বেশি পরিচিত নয়৷ তবে আর্মেনিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা কয়েকশো বছরের পুরনো৷ আর্মেনিয়ার আদিবাসিরা কয়েকশো বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলায় বসবাস করতো৷ সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ এই খ্রিস্টান সংখ্যাগরুষ্ট দেশটি পার্শবর্তি মুসলিম সংখ্যাগরিষ্ট তুরস্ক এবং আজারবাইজানের ঘোরতর শত্রু৷ মাঝে মাঝেই আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে ছোটখাট যুদ্ধ লাগলে তাতে ঝাপিয়ে পরে তুরস্ক এবং পাকিস্তান৷ এমনকি পাকিস্তান একমাত্র দেশ যারা আজ পর্যন্ত আর্মেনিয়াকে স্বীকৃতি দেয়নি৷

আর্মেনিয়ার অবস্থান এশিয়ার ককেশাস অঞ্চলে৷ এর উত্তরে রয়েছে জর্জিয়া এবং দক্ষিনে ইরান৷ পূর্ব এবং পশ্চিমে দুই শত্রুদেশ আজারবাইজান এবং তুরস্ক৷ অর্থাৎ আর্মেনিয়ার তিন দিক ঘিরেই রয়েছে তিন মুসলিম দেশ৷ আর্মেনিয়া থেকে অল্প দুরত্বেই রাশিয়ার সীমান্ত রয়েছে৷ অতীতে আর্মেনিয়াসহ আজারবাইজান এবং জর্জিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল৷ আর্মেনিয়া খ্রিস্টান সংখ্যাগরিষ্ট গণতান্ত্রিক দেশ৷

Armenia-military-power
Armenia Military Power

আর্মেনিয়ার সামরিক বাহিনীতে এক্টিভ সৈন্য আছে ৫০ থেকে ৬০ হাজার৷ আর রিজার্ভে আছে ২ লাখ ১০ হাজার, যারা অতীতে সামরিক বাহিনীতে কমপক্ষে ১৫ বছর কর্মরত ছিল৷ আর্মেনিয়ার সামরিক বাজেট ১.৩৮ বিলিয়ন মার্কিন ডলার৷ আর্মেনিয়া ভারী অস্ত্রশস্ত্রের প্রায় সবগুলোই রাশিয়ার কাছে কেনা৷ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত হওয়ায়, সোভিয়েত আমলেরও প্রচুর অস্ত্র রয়েছে৷

আর্মেনিয়াতে রাশিয়ার সামরিক ঘাটি আছে৷ যেখানে রাশিয়ার ট্যাংক, বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে৷ আর্মেনিয়ার হাতে থাকা অস্ত্রশস্ত্রের বিষয়ে পরিস্কার ধারনা পাওয়া যায় না৷

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

তাদের সেনাবাহিনীতে ট্যাংক আছে ১৩০ থেকে ৬৫০ এর মতো৷ এর মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক T 90 মেইন ব্যাটল ট্যাংক৷ আর্মেনিয়ার কাছে ১১ থেকে ৩১ এর মধ্যে কোন অজানা সংখ্যক T 90 ট্যাংক রয়েছে৷ এর পরপরই আছে সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিখ্যাত T 72 মেইন ব্যাটল ট্যাংক৷ ধারনা করা হয় ১শ থেকে সাড়ে ৫শ টি T 72 ট্যাংক আছে আর্মেনিয়ার হাতে৷ ট্যাংক ছাড়া অন্যান্য আর্মার্ড ভেহিকল  আছে সাড়ে ৭শ৷

আর্টিলারি এবং রকেট প্রজেক্টর্স আছে আড়াশের কাছাকাছি৷আর্মেনিয়ার বিমানবাহিনীতে ৪টি সুখোই Su 30 বিমান রয়েছে৷ আরও ৮টি এধরনের বিমান যেকোন মুহর্তে যুক্ত হতে পারে৷ এই বিমানগুলো তুরস্ক ও আজারবাইজানের থেকে আর্মেনিয়াকে এগিয়ে রেখেছে৷ এছাড়াও গ্রাউন্ড এ্যাটাকের জন্য ১০টি সুখোই Su 25 বিমান রয়েছে৷ আর্মেনিয়ার হাতে ১৫টি রাশিয়ান Mi 24 এ্যাটাক হেলিকপ্টার রয়েছে৷ এগুলো ঐ অঞ্চলে যুদ্ধের জন্য খুবই কার্যকরী৷

আর্মেনিয়ার কাছে S 400 এয়ার ডিফেন্স সিস্টেমের পূর্বের ভার্সন S 300 রয়েছে৷ তবে ঠিক কি পরিমান S 300 মিসাইল সিস্টেম আছে তা প্রকাশিত নয়৷ এগুলো ছাড়াও আরও প্রায় ৭ ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে আর্মেনিয়ার হাতে৷

আর্মেনিয়ার কাছে রাশিয়ান ইস্কান্দের ব্যালস্টিক মিসাইল আছে ৪ থেকে ৮ লঞ্চার৷ স্কাড B মিসাইল আছে ৩২টি৷ এছাড়াও টচকা আছে অজানা সংখ্যক৷

আর্মেনিয়া ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ কোন সমুদ্রসীমা না থাকায় তাদের কোন নৌবাহিনী নেই৷

আর্মেনিয়ায় থাকা রাশিয়ার সামরিক ঘাটি ঐ অঞ্চলে বড় একটা ইস্যূ৷ মুলত আর্মেনিয়ার নিরাপত্তার কথা বলে রাশিয়া ঘাটি খুললেও, তুরস্ককে চাপে রাখাই অন্যতম উদ্দেশ্য৷ রাশিয়ার এই সামরিক ঘাটিতে ৫ হাজার সৈন্য, ৭৪টি ট্যাংক, ১৮টি মিগ 29 বিমান এবং দুই ব্যাটেরি S 300 মিসাইল সিস্টেম রয়েছে৷

এছাড়াও আর্মেনিয়ার শত্রুদেশ আজারবাইজানের মধ্যে থাকা আর্টসাখ রিপাবলিকের সামরিক বাহিনীকে আর্মেনিয়ার B টিম বলা যায়৷

আরমেনিয়ানরা তুরস্ককে প্রচন্ড ঘৃণা করে৷ এর কারন হচ্ছে, ১ম বিশ্বযুদ্ধের সময় অটোমানদের দ্বারা ১৫ লাখ আর্মেনিয়ানকে হত্যা করা হয়৷ আর্মেনিয়া এটাকে “গণহত্যা” আখ্যা দিয়ে তুরস্ককে অফিসিয়ালি ক্ষমা চাওয়ার দাবী করে আসছে৷ তবে তুরস্ক এটাকে যুদ্ধের মাঠে সাধারন হতাহত বলে চালিয়ে আসছে৷ এদিকে তুরস্কের বিরুদ্ধে আর্মেনিয়া গণহত্যার অভিযোগ করায় পাকিস্তান আর্মেনিয়াকেই স্বীকৃতি দেয়নি৷ যদিও তুরস্ক নিজেই আর্মেনিয়াকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে৷

এছাড়াও আর্মেনিয়ার সাথে মুসলিম সংখ্যাগরিষ্ট আজারবাইজানের দীর্ঘ সংঘাত রয়েছে৷ আজারাইজানের নাগোর্ন কারাবাখ অঞ্চলটিকে আর্মেনিয়া বেআইনি ভাবে নিজেদের বলে দাবী করায় এই সংঘাত চলে আসছে৷

প্রিয় দর্শক, তুরস্কের রাজধানী আংকারার কাছেই আর্মেনিয়ার মতো শত্রুদেশ এবং রাশিয়ার সামরিকঘাটি তুরস্কের জন্য কতটা হুমকি স্বরূপ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান৷

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close