আফগানিস্তানআমেরিকামুসলিম বিশ্বসামরিকশক্তি

আমেরিকার গুরুত্বপূর্ণ ১০টি অস্ত্র যা আফগানিস্তানে ফেলে গিয়েছে

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে শেষে পালিয়েছে আমেরিকানরা৷ তবে পালানোর আগে ফেলে গিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র! যার মধ্যে যুদ্ধ বিমান এবং এ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে বিপুল গোলা বারুদ রয়েছে৷ অনেক অস্ত্র কমান্ডো অভিযানেও ব্যবহার করা হয়৷ আমাদের আজকের ভিডিওটিতে জানাবো নতুন আফগান প্রশাসনের হাতে চলে যাওয়া আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ ১০টি অস্ত্র সম্পর্কে! আমেরিকার জন্য বুমেরাং হওয়া এসব অস্ত্র সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন৷

আফগান যোদ্ধাদের হাতে চলে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে A-29 Super Tucano যুদ্ধ বিমানটি! এটা মুলত একটি গ্রাউন্ড এ্যাটার বিমান৷ যেটা ভুমিতে থাকা সৈন্য, সেনাঘাটি এবং যুদ্ধযানে গোলা বা মিসাইল মেরে ধ্বংস করতে পারে৷ কিছুদিন আগেও এই বিমানগুলো ছিলো আফগান যোদ্ধাদের আতংক৷ এখন সেগুলো তাদেরই হাতে৷ একেকটি বিমানে আনুমানিক দাম $ 20 এবং 30 মিলিয়ন মার্কিন ডলার৷ আফগানিস্তানের মাজার-ই-শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত একটি সুপার টুকানো তাদের দখলে এসেছে৷ তবে ঠিক কতগুলো বিমান তাদের হাতে পৌছেছে তার সঠিক হিসেব পাওয়া যায়নি৷ ধারনা করা হচ্ছে ০১ তারিখে কাবুল বিমান বন্দর দখলের পর আরও কয়েকটি আফগান যোদ্ধাদের হাতে পৌছাবে৷

এর পরই আছে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার! এটি খুবই পরিচিত এবং জনপ্রিয় হেলিকপ্টার৷ হেলিকপ্টারটি মূলত একটি সামরিক পরিবহন এবং আক্রমণকারী হেলিকপ্টার। মার্কিন কমান্ডোরা এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে৷ কমান্ডো অভিযানের জন্য এযাবতকালের সেরা হেলিকপ্টার এটি৷ পাকিস্তানে বিন লাদেকে হত্যার মিশনেও এরকম হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিলো৷ একেকটি হেলিকপ্টারের মূল্য 5.9 মিলিয়ন ডলার থেকে 10 মিলিয়ন ডলার হতে পারে৷ হেলিকপ্টারটির বিশেষত্ব হচ্ছে, দিনের পাশাপাশি রাতেও এটা অভিযান চালাতে পারে৷ এছাড়াও নজরদারীর জন্যও হেলিকপ্টারটি ব্যবহার করা হয়৷ কতটি ব্লাক হক আফগান যোদ্ধাদের হাতে পৌছেছে তা পরিস্কার নয়৷

এরপরই আছে রহস্যময় স্ক্যানইগল মিনি মিলিটারি ড্রোন৷ একটি মানববিহীন আকাশযান৷ এটা দিয়ে গোয়েন্দা নজরদারি চালানো হয়৷ এটা আমেরিকার সবথেকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রগুলোর একটি৷ এটি অত্যান্ত দ্রুত গতিতে 24 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উড়তে পারে৷ প্রতিটি সিস্টেমের দাম $ 3.2 মিলিয়ন।

পুরো ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আফগান যোদ্ধাদের হাতে দখলে যাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ আকাশযান হচ্ছে MD-530F হেলিকপ্টার৷ এটি একটি লাইট অ্যাটাক রটারক্রাফট৷ যেটা অ্যামবুশ, সশস্ত্র এসকর্ট এবং ক্লোজ এয়ার অ্যাটাক করতে সক্ষম। অর্থাৎ এটি একটি বহুমুখী সামরিক হেলিকপ্টার৷ যার দাম 2.4 মিলিয়ন ডলারের বেশি৷ আফগানিস্তানের দুর্গম অঞ্চলে কৌশলগত এবং পরিবহন কার্যক্রমের জন্য কাজ করে। হেলিকপ্টার দ্রুত টেক অফ এবং ল্যন্ড করতে পারে৷ প

ভুমিতে যুদ্ধে জন্য এই গুরুত্বপূর্ণ যানগুলো আফগান যোদ্ধাদের হাতে পৌছেছে৷ এগুলোকে বলা হয় মাইন রেজিস্টান্স ভেহিকল বা এমআরএপি৷ এগুলি ল্যান্ড মাইন এবং এ্যামবুশ হামলার বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে৷ এগুলোর একেকটির দাম $ 500,000- $ 1,000,000 এর মধ্যে। এমআরএপিগুলি তীব্র সংঘর্ষের এলাকায়ও নিরাপদ চালান সরবরাহ করতে পারে৷ এছাড়াও রাস্তায় পেতে রাখা বিস্ফোরক থেকে কর্মী এবং যাত্রীদের রক্ষা করতে পারে৷

Afghanistan military power

তালিকায় ছয় নাম্বারে আছে বহুল আলোচিক M1151 Humvee! এগুলো এতো বছর যাবত আফগান যোদ্ধাদের অনেক ভুগিয়েছে৷ এখন কাবুল দখলের পর অসংখ্য হামভি এখন তাদের হাতেই৷ এটি একটি আপগ্রেডেড আর্মমেন্ট ক্যারিয়ার৷ প্রতি গাড়ির মূল্য 220,000 ডলারেরও বেশি হতে পারে৷ এটি যাত্রীদেরকে শক্তিশালো গোলা এবং বিস্ফোরন থেকে রক্ষা করে৷ ২০১৭ সাল পর্যন্ত আফগানিস্তানকে ৪৭০০ হামভি দিয়েছে আমেরিকা৷ এখন সবগুলোই কাবুল দখলকারী যোদ্ধাদের হাতে৷

স্মল আর্মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে M24 স্নাইপার ওয়েপন সিস্টেম৷ এটি একটি স্নাইপার রাইফেল৷ তবে অন্য স্নাইপার রাইফেলের থেকে এটা আলাদা৷ কারন রাইফেলের পারাপাশি এটাতে দূরবীক্ষণ যন্ত্রও যোগ করা আছে৷
প্রায় দেড় কিলোমিটার দূর থেকেও এটা দিয়ে গুলি করা যায়৷ এটা খুবই হাল্কা৷ সেই সাথে অনেকদিন পর্যন্ত টিকে থাকে৷

ভয়ংকর M18 এন্টিট্যাংক ওয়েপন এখন আফগান যোদ্ধাদের হাতে৷ এটি ট্যাংক ধ্বংস করতে সক্ষম৷ পাশাপাশি যেকোন ভারী যানকে উড়িয়ে দিতে পারে৷ ধারনা করা হচ্ছে কয়েক হাজার এরকম অস্ত্র আফগান যোদ্ধাদের দখলে এখন৷

হাতে বহনের মতো কুখ্যাত M4 Carbineও আছে আফগান যোদ্ধার দখল করা অস্ত্রের তালিকায়৷ এটি একটি গ্যাস-চালিত অস্ত্র৷ যার গড় মূল্য $ 700. এটি একটি মাল্টি-ফায়ারিং সিস্টেম। রাইফেলটিতে একটি লেজার, গ্রেনেড লঞ্চার, নাইট ভিশন, টর্চলাইট, লেজার মার্ক এবং এমনকি একটি ছোট শটগান দিয়ে সজ্জিত৷ এরকম হাজার হাজার অস্ত্র আফগানিস্তানে ফেলে রেখেছিল আমেরিকানরা৷ আফগান যোদ্ধারা আনন্দের সাথে তাদের তালিকাতে এগুলো যোগ করেছে।

তালিকার সবার শেষে রয়েছে 40mm গ্রেনেড৷ আফগানিস্তানের যুদ্ধগুলোতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ! এই গ্রেনেডগুলো বিশাল এলাকা উড়িয়ে দিতে পারে৷ গ্রেনেডের পাশাপাশি গ্রেনেড লঞ্চারও দখল করেছে আফগান যোদ্ধারা৷ প্রতিটি গ্রেনেডের মূল্য ৪০ থেকে ৫০ হাজার ডলার!

প্রিয় দর্শক, এই অস্ত্রগুলো আফগান যোদ্ধাদের হাতে পৌছানোর প্রভাব কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান৷

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close